সালটা ছিল ২০০৪, আর পুজোর ঠিক পরেই আমার তখনকার বসের ল্যাপটপে দেখতে পেলাম একটা এ্যানিমেশন ফিল্ম। নাম - মহিষাসুর পালা। সেই থেকেই প্রেমে পড়ে গেলাম। আর এখন পুজোর সময়ের আরো অনেক কিছুর মতই মহিষাসুর পালাটাও আমার অভ্যেসে পরিণত হয়েছে। প্রত্যেক বছর নতুন এ্যানিমেশনের জন্য অপেক্ষায় থাকি, মনের ভেতরে চলতে থাকে, এবার কোন থিম হবে? আর পুজোর পর মনে হয়, আসছে বছর আবার হবে!
shovon chakraborty mahishasur pala
নারদ আর মহিষাসুরের খুনসুটি, আর সবশেষে দেবীর আগমন। আর যুদ্ধ শুরু করতে গিয়েই হয়তো হলো বিপত্তি। হঠাৎ অসুরের মোবাইলে পারসোন্যাল লোনের জোগানদার ললনার ফোন। লোন না লাগলে ক্রেডিট কার্ড দিতেও রাজি। আর বিরক্ত অসুরের কথায় ঝরেপড়া বিরক্তি, "...আমার কিচ্ছু চাই না!" এদিকে দুর্গার নজরে পড়লো অসুরের মোবাইল সেট, "এ্যাই অসুর, তোর মোবাইলটা কোন মডেলের রে?" নাঃ, এটা এই নীচের লিঙ্কে নেই। এটা ঘটেছিল তার আগেরবার, মহিষাসুর পালা ৭ এর সময়! নীচের লিঙ্কটা গতবছরের, অর্থাৎ ২০১১ এর পুজোয় বেরোনো মহিষাসুর পালা ৮ এর।
mahishasur pala anandautsav
মহিষাসুর পালা | মহিষাসুর পালা ৮ - আনন্দউৎসব
মহিষাসুর পালা ৭, আনন্দউৎসব, শোভন চক্রবর্তী
মহিষাসুর পালা ৭, আনন্দউৎসব, শোভন চক্রবর্তী
মহিষাসুর পালা ৭, আনন্দউৎসব, শোভন চক্রবর্তী
মহিষাসুর পালা ৭, আনন্দউৎসব, শোভন চক্রবর্তী